স্বপ্নভূমি ডেস্ক : যশোর সদর উপজেলার মালঞ্চীতে খুলনা বিভাগীয় সরকারি কর্মচারী হাসপাতাল, যশোর হার্ট ফাউন্ডেশন ও একটি নার্সিং কলেজ নির্মাণের অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। যশোর শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে এসব প্রতিষ্ঠান গড়ে উঠলে খুলনা বিভাগের সাধারণ মানুষ বিশেষায়িত স্বাস্থ্যসেবার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন ও সংযোগ শাখার সিনিয়র সহকারী সচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত স্মারকে (১২ আগস্ট ২০২৫) এ অনুমোদন দেওয়া হয়। এর আগে যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম ২৩ জুলাই ২০২৫ তারিখে প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠান। এ লক্ষ্যে মালঞ্চী মৌজায় প্রায় ৬.৯০ একর খাস জমি চিহ্নিত হয়েছে।
একই ক্যাম্পাসে তিনটি প্রতিষ্ঠান গড়ে উঠলে শুধু সরকারি কর্মচারীরাই নয়, বরং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষও হার্ট ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিতে পারবেন। বর্তমানে খুলনা ছাড়া বিভাগের অন্য কোনো জেলায় এ ধরনের বড় স্বাস্থ্যসুবিধা নেই।